Hyundai Universe CKD & CBU
হুন্দাই ইউনিভার্স নোবেল এক্সপ্রেস মডের অন্যতম একটি ভার্সন হলো ভিয়েতনামিজ ভার্সন। আপনারা জানেন যে ভিয়েতনামে হুন্দাই অত্যন্ত জনপ্রিয় একটি বাস। তাদের দেশের ডেভেলপারদের তৈরি হুন্দাই ইউনিভার্স সিকেডি ভার্সন, যা দীর্ঘদিন পর্যন্ত পেইড প্রজেক্ট হিসেবে ছিল, সেটি ২০১৮ সালে বাংলাদেশে ফ্রি প্রজেক্ট হিসেবে মুক্তি পায়। পুরো প্রজেক্টটি এডিট করে বাংলাদেশের উপযোগী করেছেন ফাহিম অভ্রু।
এই প্রজেক্টের উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হল, ইন্টেরিয়র বাম দিক থেকে ডান দিকে আনা, নতুন হুন্দাই স্টিয়ারিং যুক্ত করা, সিকেডি এবং সিবিউ সহ স্পয়লার ও নন-স্পয়লারের চারটি বডি ভ্যারিয়েন্ট যুক্ত করা সহ বেশ কিছু ফিচার যুক্ত করা।
এই প্রজেক্টে দেশের স্বনামধন্য অপারেটর ও পরিবহন ব্র্যান্ডগুলোর হুন্দাই মডেলের পেইন্ট যুক্ত করা হয়েছে।


No comments