Cover Ad

Cover Ad
Ad

Hino AK 1J (Version 1.0)

বাংলাদেশের বহুল প্রচলিত নন এসি কোচ মডেল হিনো একে ওয়ান জে সিরিজ, ইউরো ট্রাক সিমুলেটর ২ গেইমে আসে ২০১৮ সালে। এই মডেলটি গেইমের জন্য নিয়ে আসে ক্রিয়েটিভ জোন গ্রুপ এবং এস.কে.জোবায়ের। প্রাথমিকভাবে শুধুমাত্র সৌদিয়া পরিবহনকে কেন্দ্র করে ব্যবহার করা হলেও বর্তমানে এর পরিসর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই মডটি ডেভেলপ করেছেন ইন্দোনেশিয়ার ইউলি ইন্দ্রিয়ানা। প্রাথমিকভাবে মড তৈরি হয়ে আসার পর এই প্রজেক্টের ব্যবহার উপযোগী এডিট করেছেন ফাহিম অভ্রু এবং শহীদ আহমেদ।



মডটি ১.৩১ ভার্সন থেকে ১.৪০ ভার্সন পর্যন্ত চলবে। মড সংক্রান্ত যে কোন ব্যাপারে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 


Subscribe to our official youtube channel - MoD-InnO

Follow our official page - MoD-InnO



   

No comments

Powered by Blogger.