How To Use Reshade Add-On - কিভাবে গ্রাফিক্সে রিশেইড ব্যবহার করবেন?
যে কোন গেইমের জন্য গ্রাফিক্স সেটিংস বেশ গুরুত্বপূর্ণ। তবে এই সেটিংস ব্যবহারের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করলে বেশ ভালো আউটপুট পাওয়া যায়। যারা ইউরো ট্রাক সিমুলেটর ২ খেলেন, তারা জানেন গ্রাফিক্সের ক্ষেত্রে এই গেইমে বেশ কিছু ইন-গেইম টুইক আছে, যেগুলো এক্সটার্নাল মড ব্যবহারের মাধ্যমে কাজে লাগানো যায়। এই টিউটোরিয়ালে রিশেইড নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দয়া করে পুরোটা পড়বেন।
আলোচনা'র বিষয়বস্তু -
🌀 রিশেইড কি ও অ্যাকটিভ করার প্রক্রিয়া
🌀 সুইট-এফএক্স কি ও অ্যাকটিভ করার প্রক্রিয়া
🌀 রিশেইড ও সুইট-এফএক্স ব্যবহারের কার্যকারিতা
🌀 রিশেইড ও সুইট-এফএক্স ব্যবহারের ক্ষেত্রে বিবেচ্য বিষয়
🔻 "রিশেইড" পরিচিতি ও অ্যাকটিভ করার প্রক্রিয়া
স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে, রিশেইড কি? আসলে আমরা যেসব মড গেইমে ব্যবহার করি, তেমন কিছু? যেহেতু এটা মূল গেইমের অংশ নয় বরং অ্যাডিশনাল কাস্টমাইজেশন। রিশেইড'কে আসলে সে অর্থে মড বলা যাবে না। রিশেইড মূলত একটা ফিল্টার অ্যাড-অন যা ইন-গেইম গ্রাফিক্সের মান উন্নত করতে সাহায্য করে। রিশেইড ব্যবহারে গ্রাফিক্স সেটিংয়ে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন - কালার কারেকশন, শার্পেনিং, কনট্রাস্ট প্রভৃতি।
সাধারণত, মড যেভাবে অ্যাকটিভ করতে হয়, সেভাবে রিশেইড অ্যাকটিভ করা যায় না। এক্ষেত্রে, প্রথমে ডাউনলোডের পর মূল ফোল্ডার আনজিপ করে প্রিসেট ফাইলগুলো আলাদা করে নিতে হয়। পরবর্তীতে যদি স্টিম ফোল্ডারে গেইম ইন্সটল করা থাকে, তাহলে,
- Steam/steamapps/common/EuroTruckSimulator2/bin/win_x64 -
এই ফোল্ডারে কপি-পেস্ট করতে হবে। যে ফাইলগুলো কপি-পেস্ট করবেন,
সেগুলো হলো,
- JBX Settings v1.9.12 - Better Clarity.ini
- d3d9.dll
- JBX Settings v1.9.12 - Normal Clarity.ini
- ReShade.ini
এরপর গেইমে ঢুকে Shift+Delete চেপে রিশেইড সেটিংস অন করে আপনার পছন্দমত কাস্টমাইজ করে নিতে পারবেন।
🔻 "সুইট-এফএক্স" পরিচিতি ও অ্যাকটিভ করার প্রক্রিয়া
সুইট-এফএক্স ও রিশেইড ক্যাটাগরিকালি একই এবং উভয়ের কার্যপ্রণালীও একই বলা যায়। তবে সুইট এফ-এক্সের ক্ষেত্রে নিম্নোক্ত ফাইলগুলো গেইম ফোল্ডারে কপি পেস্ট হবে -
- SweetFx
- d3d9.dll
- ReShade.fx
- Sweet.fx
তবে রিশেইড ও সুইট-এফএক্স ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হবে।
🔻 রিশেইড ও সুইট-এফএক্স ব্যবহারের ক্ষেত্রে বিবেচ্য বিষয়
১। রিশেইড মূলত "হাই-এন্ড" বা "মিডিয়াম এন্ড" পিসি'র জন্য। অন্য দিকে, সুইট-এফএক্স মূলত "লো-এন্ড" পিসি'র জন্য।
২। রিশেইড মূলত টোটাল গ্রাফিক্স লুকটা বেটার করে। সুইট-এফএক্সের ক্ষেত্রে পিসি'তে প্রেশার কম পড়ে। কারণ সুইট-এফএক্সের রিসোর্স ইউসেজ তুলনামূলক কম।
⭕️ যদি আলট্রা সেটিংসে খেলেন, তাহলে রিশেইড ব্যবহার করবেন।
⭕️ যদি মিডিয়াম বা লো সেটিংসে খেলেন, তাহলে সুইট-এফএক্স ব্যবহার করবেন।
⭕️ রিশেইড ব্যবহারে যদি এফপিএস বেশী কমে যায় বা গেইম ল্যাগ করে, তাহলে সুইট-এফএক্স ব্যবহার করবেন।
ভিডিও টিউটোরিয়ালে আরও পরিষ্কার হবে বিষয়টি আশা রাখি। ভিডিওটি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। এই ব্লগটি ভালো লেগে থাকলে দয়া করে শেয়ার করবেন। ধন্যবাদ।
Subscribe to our official youtube channel - MoD-InnO
No comments