How To Get Realistic Graphics - কিভাবে গ্রাফিক্স মড ব্যবহার করবেন?
গ্রাফিক্স সেটিংস ভালো মতো জানা থাকলে গেইমিংয়ের অভিজ্ঞতা বেশ উপভোগ্য হয়। এ কারণে সবার জানা থাকা প্রয়োজন কিভাবে গ্রাফিক্স মড ব্যবহার করা উচিৎ। এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পাবেন কিভাবে বিভিন্ন গ্রাফিক্স মড গেইমে অ্যাকটিভেট করতে হয় এবং অ্যাকটিভেশনের পর গেইমে এর প্রভাব কেমন হয়। মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
এই টিউটোরিয়ালে মূলত ফোর কে আলট্রা এইচডি ভিজুয়াল গ্রাফিক্স, প্রজেক্ট নেক্সট-জেন গ্রাফিক্স, রিয়েলিস্টিক গ্রাফিক্স ও সুসানা গ্রাফিক্স মডের ব্যবহার দেখানো হয়েছে। এই মডগুলো ১.৩১ থেকে ১.৩৬ ভার্সন পর্যন্ত চলবে।
প্রতিটি মডের ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রয়োজনমতো নামিয়ে নিবেন। মড সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে বা পেইজে।
Subscribe to our official youtube channel - MoD-InnO

No comments