Next Gen Bangladesh Map (Update 2.0)
Next-Gen Bangladesh Map (Update 2.0)
প্রথম আপডেট মুক্তির পর নেক্সট-জেন ম্যাপ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সকলের কাছে নিরঙ্কুশ গ্রহণযোগ্যতা অর্জন করে। তারই ধারাবাহিকতায় ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে এই ম্যাপের দ্বিতীয় আপডেট মুক্তি পায়। এই আপডেটে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে সর্ব দক্ষিণের জেলা টেকনাফ পর্যন্ত বিশাল একটি রুট আপডেট করা হয়। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার ও বগুড়া রুটে বেশ কিছু হোটেল যুক্ত করা হয়। এই আপডেটের মাধ্যমে নেক্সট-জেন ম্যাপ অবিসংবাদিত ভাবেই দেশের সেরা ম্যাপের স্বীকৃতি অর্জন করে।
ম্যাপটির পেছনের কারিগর সাজ্জাদ মাহমুদ রিফাত এবং টি এইচ স্বচ্ছ। ম্যাপটি ১.৩৫ এবং ১.৩৬ ভার্সনে ব্যবহার করা যাবে। ম্যাপের তৃতীয় আপডেটের কাজ চলমান রয়েছে।
যারা এই ম্যাপের বিষয়ে নিয়মিত আপডেট পেতে চান, তারা নিয়মিত আমাদে ব্লগ ভিজিট করতে পারেন।
এছাড়াও আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেইসবুক পেইজও ফলো করতে পারেন।
No comments