Cover Ad

Cover Ad
Ad

Next Gen Bangladesh Map (Update 1.0)

Next-Gen Bangladesh Map (Update 1.0)


নেক্সট-জেন বাংলাদেশ ম্যাপ মূলত বাংলাদেশ ভিত্তিক একটি বাস্তবধর্মী ম্যাপ, যা ২০২০ সালের অক্টোবার মাসে প্রথম সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এই ম্যাপের প্রধান আকর্ষণ 'ঢাকা-রংপুর' রুট, যা সম্পূর্ণ বাস্তবের সাথে মিল রেখে যতোটা সম্ভব বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য আপডেটের মাঝে রয়েছে, এই রুটের পাঁচটি বাস্তবভিত্তিক হোটেল, যা নতুন সংযোজন এবং নতুন ভাবে তৈরি। 

ম্যাপটির পেছনের কারিগর সাজ্জাদ মাহমুদ রিফাত এবং টি এইচ স্বচ্ছ। ম্যাপটি ১.৩৫ এবং ১.৩৬ ভার্সনে ব্যবহার করা যাবে। ম্যাপের কাজ চলমান রয়েছে এবং নিয়মিত নতুন আপডেট শেয়ার করা হচ্ছে। 




যারা এই ম্যাপের বিষয়ে নিয়মিত আপডেট পেতে চান, তারা নিয়মিত আমাদে ব্লগ ভিজিট করতে পারেন। এছাড়াও আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেইসবুক পেইজও ফলো করতে পারেন।     

উক্ত ভিডিওটি নেক্সট জেন বাংলাদেশ ম্যাপের দ্বিতীয় আপডেটের ভিডিও। প্রথম আপডেটের ভিডিও পর্যায়ক্রমে শেয়ার করা হবে।



Subscribe to our official youtube channel - MoD-InnO

Follow our official page - MoD-InnO



No comments

Powered by Blogger.